Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালতের বিধিমালা

গ্রাম আদালত আইনঃ-

 

যেহেতু দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত গঠন এবং এতদ্‌সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সূচী
ধারাসমূহ
  
১৷ সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ
২৷ সংজ্ঞা
৩৷ গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা
৪৷ গ্রাম আদালত গঠনের আবেদন
৫৷ গ্রাম আদালত গঠন, ইত্যাদি
৬৷ গ্রাম আদালতের এখতিয়ার, ইত্যাদি
৭৷ গ্রাম আদালতের ক্ষমতা
৮৷ গ্রাম আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া ও আপিল
৯৷ গ্রাম আদালতের সিদ্ধান্ত কার্যকরকরণ
১০৷ সাক্ষীকে সমন দেওয়া, ইত্যাদির ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা
১১৷ গ্রাম আদালতের অবমাননা
১২৷ জরিমানা আদায়
১৩৷ পদ্ধতি
১৪৷ আইনজীবী নিয়োগ নিষিদ্ধ
১৫৷ সরকারী কর্মচারী, পর্দানশীল বৃদ্ধ মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পক্ষে প্রতিনিধিত্ব
১৬৷ কতিপয় মামলার স্থানান্তর
১৭৷ পুলিশ কর্তৃক তদন্ত
১৮৷ বিচারাধীন মামলাসমূহ
১৯৷ অব্যাহতি দেওয়ার ক্ষমতা
২০৷ বিধিমালা প্রণয়নের ক্ষমতা
২১৷ রহিতকরণ ও হেফাজত
তফসিল

 

(ক) তফসিলের প্রথম অংশঃ বিচারযোগ্য ফৌজদারি মামলাসমুহঃ-

 

১) দন্ডবিধির ধারা ৩২৩ বা ৪২৬ বা ৪৪৭ মোতাবেক কোন অপরাধ সংঘটন করা, বে-আইনি জনসমাবেশ সাধারন উদ্দেশো হলে এবং উক্ত বে-আইনি জনসমাবেশের জড়িত ব্যক্তির সংখ্যা ১০ এর অধিক না হলে দন্ডবিধি ১৪৩ ও ১৪৭ ধারা, ১৪১ ধারা এর ৩য় বা ৪র্থ দফার সাথে পঠিতব্য;

           

২) দন্ডবিধির ধারা ১৬০, ৩৩৪, ৩৪১, ৩৪২, ৩৫২, ৩৫৮, ৫০৪, ৫০৬, (প্রথম অংশ) ৫০৮, ৫০৯, এবং ৫১০;

             

৩) দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০, ও ৩৮১ যখন সংঘঠিত অপরাধটি গবাদিপশু সংক্রান্ত হয় এবং গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;

 

৪) দন্ডবিধির ধারা ৩৭৯, ৩৮০, ও ৩৮১ যখন সংঘঠিত অপরাধটি গবাদিপশু ছাড়া অন্য কোন সম্পতি সংক্রান্ত হয় এবং উক্ত সম্পতির মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;

 

৫) দন্ডবিধির ধারা ৪০৩, ৪০৬, ৪১৭, ও ৪২০ যখন অপরাধ সংশ্লিষ্ট অর্থের পরিমান অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার ) টাকা হয়;

               

৬) দন্ডবিধির ধারা ৪২৭, যখন সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা হয়

               

৭) দন্ডবিধির ধারা ৪২৮ ও ৪২৯ যখন গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা হয়;

 

৮) cattle tresspass  Act, 1871 (Act No. 1 of 1871) এর section 24, 26, 2

 

৯)  উপরিউক্ত যে কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা তার সংঘটনের সহায়তা করা।

 

(খ) তফসিলের দ্বিতীয় অংশঃ দেওয়ানি মামলাসমুহঃ-

১) কোন চুক্তি মোতাবেক পাওনা টাকা বা দলিল দস্তাবেজ আদায়ের মামলা;

 

২)  অস্থাবর সম্পত্তি উদ্ধার বা এর মূল্য আদায় জনিত;

 

৩)  গবাদি পশুর দ্বারা ক্ষতি সাধনের মামলা;

 

৪)  এক বছর  কালের মধ্যে  কোন স্থাবর সম্পত্তি বেদখল হলে  তা পুর্নদর্খলের  মোকদ্দমা;

 

৫)   অন্যায়ভাবে অস্থাবর সম্পত্তির দখল বা ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণের ২৫ (পচিশ হাজার টাকা) মামলা;

৬)   কৃষি  শ্রমিকদের পরিশোধযোগ্য  মজুরি ও ক্ষতিপূরন ২৫ (পচিশ) হাজার টাকা আদায়ের মোকদ্দমা  ইত্যাদি ।

 

(গ)  গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলাঃ-গ্রাম আদালত আইনের ৩ ধারার তফসিলের প্রথম অংশে ফৌজদারি মামলা এবং দ্বিতীয় অংশে দেওয়ানি মামলার বিষয়াবলী বর্ননা করা হয়েছে । অতপর ভিন্ন রকম বিধান না থাকলে, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হবে এবং কোন ফৌজদারি বা দেওয়ানি আদালতের অনুরুপ কোন মামলা বা মোকদ্দমার বিচারের এখতিয়ার থাকবে না ।

 

(ঘ) যে সকল মামলা গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য নয়ঃ-

১) ফৌজদারি মামলার ক্ষেত্রেঃ-

অভিযুক্ত ব্যক্তি যদি পূর্বে গ্রাম আদালত কর্তৃক আদালত আমলযোগ্য কোন অপরাধে দোষী সাব্যস্থ হয়ে দন্ডপ্রাপ্ত হয়ে থাকেন ।

২) দেওয়ানি মামলার ক্ষেত্রেঃ 

যে মামলার কোন নাবালকের স্বার্থ জড়িত থাকে;

বিবাদের পক্ষগনের মধ্যে সম্পাদিত কোন চুক্তিতে সালিশের বা বিরোধ নিষ্পত্তির বিধান থাকে;

সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা কর্তব্য পালনরত কোন সরকারি কর্মচারী উক্ত বিবাদের পক্ষ হলে ।