বাদী পক্ষ মামলা রুজু করার পর নির্ধারিত তারিখে বাদী ও বিবাদী উভয়পক্ষের শুনানী, তদন্ত, সাক্ষী প্রমাণ এবং মামলার প্রমাণ স্বরুপ বাদী অথবা বিবাদীর অনুকূলে রায় দেওয়া হয়। নিম্নে পূর্ববর্তী রায়ের একটি কপি দেওয়া গেল।
আদেশ পত্র
গ্রাম্য আদালত, ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ লোহাগাড়া, জেলাঃ চট্টগ্রাম।
১। সমশু মিয়া,পিতা- মৃত আমিরের জমা, সাং-ধলিবিলা
======== বাদী।
২। আজিজুল হক,পিতা- মৃত সোলতান আহমদ, সাং-ধলিবিলা
======= বিবাদী।
মামলা নং- ৬৭/২০১১ইং
তারিখ | আদেশ | বিচারকের স্বাক্ষর |
২০/০৮/২০১১ইং ০২ | বাদী ও বিবাদীগণ হাজির। উভয় পক্ষকে শুনিলাম। উভয় পক্ষের দাখিলকৃত কাগজপত্র দেখিলাম। বিবাদী আরজিতে বর্ণিত তপশীলোক্ত জমির বিষয়ে লোহাগাড়া সহকারী জজ আদালত সাতকানিয়া, চট্টগ্রাম মামলা নং-৩০৪/২০০৭ তাং ১৮/১১/২০০৭ইং মামলা বিচারাধীন আছে মর্মে একখানা কপি দাখিল করেন। দেখিলাম বিরোধীয় জমির বিষয়ে উচ্চতর আদালতে মামলা বিচারাধীন থাকায় অত্র মামলার কার্য্যক্রম স্থগিত করা হইল এবং উচ্চতর আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যমত্ম বাদী ও বিবাদীগণকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বলা হইল।
লিখক: মোঃ আনোয়ার হোসেন ৬৭/২০১১ নং মামলার আদেশের নকল কপি।
|
স্বাক্ষরিত লিয়াকত আলী চৌধুরী চেয়ারম্যান পদুয়া ইউনিয়ন পরিষদ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস