Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তির নামের তালিকা

অত্র ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে জীবিত রয়েছেন কবিয়াল গানের সম্রাজ্য যিনি বিগত ৩০ বছর যাবত যার ধ্যান, মন, এবং সবকিছুই সুরের মাধুর্যে মুগ্ধ করে যাচ্ছেন তিনি ২নং ওয়ার্ডের দরগাহমুড়া গ্রামের স্থায়ী বাসিন্দা জনাব আজিজ সরকার এবং ৭নং ওয়ার্ডের শাহ পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি মৃত্যুবরণ করেও সবার মাঝে অমর হয়ে আছেন তিনি হচ্ছেন পেঠান শাহ (রঃ)। যিনি আধ্যাতিক দরবেশ হিসেবে সবার নিকট খ্যাত ছিলেন।

 

পেঠান শাহ (রঃ) আধ্যাতিক দরবেশ হিসেবে কিছু ঘটনা নিম্নে দেওয়া গেল- 

যেমন মাছ ধরার জন্য মা উনাকে বললে (আঞ্চলিক ভাষায়-মাছ ধরার ছাই) বসাতে বলেন। কিন্তু তিনি পুকুর, খাল বা জমিতে না বসিয়ে গাছের উপর উক্ত ছাই বসান কিছুক্ষণ পর ছাই ভর্তি মাছ মাকে দিলেন এ ঘটনা দেখে মা আশ্চর্য হলেন এবং এ-রকম অনেক ঘটনার উপর নির্ভর করেই তাহাকে আধ্যাতিক শক্তির আসনে সবাই ভূষিত করেন।